সিলেট : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় একটি ‘জঙ্গি আস্তানা’ ঘিরে অভিযান চালাচ্ছে পুলিশ ও র্যাব।
সিলেট গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, পাচতলা একটি ভবনের নীচ তলায় অভিযান চলছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) গভীর রাতে উস্তার মিয়ার ওই বাড়িতে তল্লাশির সময় নীচতলা থেকে পুলিশ ও র্যাবকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার (২৩ মার্চ) দিবাগত গভীর রাত থেকে পাঁচতলা বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা আসার পর শুক্রবার সকালে বাড়িসহ আশপাশের এলাকায় তল্লাশি শুরু করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, জঙ্গি আস্তানা সন্দেহে ভোর থেকে বাড়িটি ঘেরাও করে চারপাশে অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। অল্প সময়ের মধ্যেই অভিযান শুরু হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ‘জঙ্গি আস্তানার’ আশপাশ এলাকায় তল্লাশির সময় বাড়িটির দ্বিতীয় তলা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে ভেতরে থাকা কেউ হতাহত হয়েছে কিনা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। অভিযান শুরুর আগে আশপাশে থাকা বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত