পশ্চিমবঙ্গের স্বার্থ ক্ষুন্ন করে তিস্তা চুক্তি নয় : মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যের স্বার্থ ক্ষুন্ন করে বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তিতে সম্মতি দেবেন না।

বৃহস্পতিবার (২৩ মার্চ) কলকাতায় একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে মমতা বলেন, ‘আমি বাংলাদেশকে ভালবাসি। তাই সে দেশকে যতটা সাহায্য করার দরকার করবো কিন্তু সেটা রাজ্যকে বাঁচিয়ে’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক খুব ভাল। আর তাই ৬৬ বছর পর ছিটমহল চুক্তি হল। কিন্তু পশ্চিমবঙ্গের তিস্তার পানি চুক্তি নিয়ে এখনও কেউ কিছু জানায়নি। সংবাদপত্রে দেখলাম শেখ হাসিনা দিল্লি আসছেন। ২৫ মে নাকি ঢাকায় তিস্তা চুক্তি সই হবে। কিন্তু আজকের দিন পর্যন্ত দিল্লি বা অন্য কেউ আমাকে কিছুই জানায়নি। কিন্তু আমার একটাই কথা, তিস্তা নিয়ে পশ্চিমবঙ্গের স্বার্থই সবার আগে দেখব। পশ্চিমবঙ্গের কৃষক ও সাধারণ মানুষের ক্ষতি হবে এমন কোনো চুক্তিতে আমি সম্মতি দেব না।’

২০১১ সালের ৭ সেপ্টেম্বর মনমোহন সিং ঢাকা গিয়েছিলেন, সেই সময় মমতারও ঢাকা পৌঁছে তিস্তা চুক্তিতে সই করার কথা ছিল। কিন্তু ৬ সেপ্টেম্বর বিকালে মমতা কলকাতায় আচমকাই ঘোষণা করেন, চুক্তির যে খসড়া হয়েছে তাতে পশ্চিমবঙ্গেরই ক্ষতি হবে। তাই আমি ঢাকা যাচ্ছি না। এরপর গত ৬ বছরে নানা আলোচনা হয়েছে। মমতা নদী বিশেষজ্ঞদের দিয়ে কমিটি গঠন করে রিপোর্ট তৈরি করেন। সেই রিপোর্টের ইঙ্গিত করে মমতা বলেন, আমরা অনুসন্ধান করে দেখেছি প্রস্তাবিত চুক্তিতে পশ্চিমবঙ্গের ক্ষতি হবে। তাই আমরা এই চুক্তির পথে যাচ্ছি না।

শেয়ার করুন