বিতর্কিত ৩২ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

বিতর্কিত ৩২ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

ছাত্রলীগ থেকে বিতর্কিত ৩২ নেতাকে গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অব্যাহতি দেয়া হয়েছে। এ তথ্য মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অভিযোগের প্রমাণ সাপেক্ষে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জন অব্যাহতি চেয়ে এর আগে আবেদন করেন। আর ২১ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোট ৩২ জনকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।

তাদের বিরুদ্ধে, মাদক, বিবাহিত, ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত, চাকরিজীবী সহ সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত বিভিন্ন অভিযোগ ছিল।

এ বিষয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় সংবাদ মাধ্যমকে জানান, আমরা অনেক যাচাই-বাছাইয়ের পর এই তালিকা প্রকাশ করেছি। দুটি তালিকা প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে একটি তালিকায় তাদের নাম রয়েছে যারা নিজেরা বিবাহ, বয়সোত্তীর্ণ বা চাকরিজীবী হওয়ায় স্বেচ্ছায় ছাত্রলীগ থেকে অব্যাহতি চেয়েছে; আর অন্য তালিকায় তাদের নাম রয়েছে যাদের বিরুদ্ধে বিবাহ, বয়সোত্তীর্ণ বা চাকরিজীবী হওয়ার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন