ত্বকে বয়সের ছাপ : প্রতিকার ও চিকিৎসা

ত্বকে বয়সের ছাপ

শরীরবৃত্তীয় বিভিন্ন কাজের পাশাপাশি ত্বক মানুষের বাহ্যিক সৌন্দর্যের প্রধান মাপকাঠি হিসেবে বিবেচিত হয়ে থাকে। সাধারণত চল্লিশোর্ধ্ব বয়সে ত্বকে বয়োবৃদ্ধির বিভিন্ন লক্ষণ প্রকাশ পেতে থাকে। তবে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এসব লক্ষণ অপরিপক্ব বয়সেও আবির্ভূত হতে পারে। ত্বকে বয়োবৃদ্ধির স্বাভাবিক লক্ষণ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ না হলেও, কোথাও কোথাও মানুষের বাহ্যিক সৌন্দর্যের প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। শরীরের অভ্যন্তরীণ এবং পারিপার্শ্বিক নানা কারণেই ত্বকে বয়োবৃদ্ধির লক্ষণকে ত্বরান্বিত করতে পারে।

আরো পড়ুন : মরোনোত্তর নয়, বেঁচে থাকতেই সম্মাননার সংস্কৃতি চালু করে ‘ক্লিক’

প্রতিকার : বয়স এবং বংশো™ভূত কারণে সৃষ্ট ত্বকে বয়োবৃদ্ধির লক্ষণ একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা প্রতিরোধে সৌন্দর্য বর্ধক চিকিৎসা ছাড়া অন্য কিছু করার নেই। সূর্যালোকের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। প্রয়োজনে ছাতা বা হ্যাট ব্যবহার করা যেতে পারে। বায়ুদূষণের জন্য সানস্ক্রিন এবং মাস্ক ব্যবহার করতে হবে। ত্বকের উপযোগী সাবান/ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার এবং ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ধূমপান পরিহার এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ভিটামিন এসিডিই এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। শাকসবজি এবং পর্যাপ্ত পানীয় গ্রহণের অভ্যাস করতে হবে।

আরো পড়ুন : অভিশংসিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চিকিৎসা : ত্বকে বয়োবৃদ্ধির লক্ষণ কমাতে রোগীর ত্বকের ধরন, বয়স এবং লক্ষণ বিবেচনা করে খাবার ওষুধ, ব্যবহার করার ক্রিম/লোশন থেকে শল্য চিকিৎসা ইত্যাদি নানা ধরনের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। আ্যন্টিঅক্সিডেন্ট বা ভিটামিন জাতীয় ওষুধ সেবন নিয়ে কিছু বিতর্ক রয়েছে, তবে চিকিৎসক বিবেচনা করে দিতে পারেন। ক্রিম/লোশন হিসেবে বিভিন্ন ধরনের ওষুধ এবং প্রসাধনী বয়োবৃদ্ধির লক্ষণ নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে কাজ করে। ত্বকের বয়োবৃদ্ধি জনিত ভাঁজ, দাগ, কারও কারও ক্ষেত্রে ঝুলে যাওয়া, গর্ত হওয়া, ঔজ্জ্বল্যতা কমে যাওয়া ইত্যাদি লক্ষণ দূর করতে আজকাল নানা ধরনের সৌন্দর্য বর্ধক চিকিৎসা দেওয়া হয়ে থাকে যেমন কেমিক্যাল পিলিং, মাইক্রোডার্মাব্রেশন, কোলাজেন ফিলার এবং বোটক্স ইনজেকশন, লেজার, পিআরপি, অটোলোগাস ফ্যাট থেরাপি, ইলেকট্রোথেরাপি, হাইড্রোথেরাপি, থ্রেড লিফ্ট ইত্যাদি। এ সব চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন হয় না। কসমেটিক সার্জারির মাধ্যমেও অবয়ব পরিবর্তন এবং সৌন্দর্য বর্ধনের চিকিৎসা করা হয়ে থাকে, সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন হতে পারে।

লেখক : ডা. এম আর করিম রেজা, ত্বক এবং সৌন্দর্য বিশেষজ্ঞ, এইমস হসপিটাল লিমিটেড।

শেয়ার করুন