কিশোরীদের ক্ষমতায়নঃ অধিকার ও ন্যায্যতা সমুন্নতকরণ” মতবিনিময় সভা সীতাকুণ্ডে

“কিশোরীদের ক্ষমতায়নঃ অধিকার ও ন্যায্যতা সমুন্নতকরণ” বিষয়ে মতবিনিময় সভা ২৪ ডিসেম্বর মঙ্গলবার ইপসা এইচ আর ডিসি, সীতাকুণ্ড।  বীর মুক্তিযোদ্ধা এ কে এম মফিজুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আয়োজন করে রেডিও সাগর গিরি, ইপসা ও গণস্বাক্ষরতা অভিযান। সহযোগিতায় ছিলো ফরেন এ্যান্ড কমনওয়েলথ অফিস-গভ, ইউকে।

আরো পড়ুন : সীতাকুণ্ডে ২০ ক্ষুদ্র নারী উদ্যোক্তা পেল সেলাই মেশিন
আরো পড়ুন : কাল-পরশু বৃষ্টি হতে পারে, কমবে তাপমাত্রা

সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব দিদারুল আলম এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মিল্টন রায়( উপজেলা নির্বাহী অফিসার), সৈয়দ মাহাবুবুল হক(সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট),জয়নব বেবী জুলি( মহিলা ভাইস চেয়ারম্যান), নাজমুন নাহার (মহিলা বিষয়ক কর্মকর্তা), শাহ আলম ( যুব কর্মকর্তা), মো নুরুচছপা( প্রাথমিক শিক্ষা অফিসার), জাহেদ হোসেন নিজামী বাবু (চেয়ারম্যান ৪ নং মুরাদপুর ইউনিয়ন পরিষদ,সীতাকুন্ড), মনজুর মোরশেদ চৌধুরী( পরিচালক – অর্থনৈতিক উন্নয়ন,ইপসা), সৌমিত্র চক্রবর্তী ( সভাপতি প্রেস ক্লাব, সীতাকুন্ড), লিটন কুমার চৌধুরী ( সাধারন সম্পাদক, প্রেস ক্লাব সীতাকুন্ড)। ধারনাপএ উপস্থাপন করেন রেহেনা বেগম (ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, গণসাক্ষরতা অভিযান)। জনাব পলাশ কুমার চৌধুরী ( পরিচালক -অর্থ,ইপসা)’র সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব মোঃ আরিফুর রহমান(প্রধান নির্বাহী,ইপসা)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ শহীদুল ইসলাম (এসিসটেন্ট ডিরেক্টর, ইপসা)।