[caption id="attachment_51245" align="aligncenter" width="720"]
দুঃস্থ শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিল পুনাক[/caption]
চট্টগ্রাম : গরীব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে পুলিশ নারি কল্যাণ সমিতি (পুনাক)।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নগরীর শিরিশতলায় এক অনুষ্ঠানের মাধ্যমে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।
[caption id="attachment_51244" align="aligncenter" width="720"] দুঃস্থ শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিল পুনাক[/caption]
পুনাক সভাপতি মির্জা মাহবুবা মোস্তাফার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভানেত্রীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত