[caption id="attachment_51287" align="aligncenter" width="720"]
বান্দরবানে খ্রীস্টান ধর্মালম্বীদের বড়দিন উদযাপন[/caption]
বান্দরবান : নানা আয়োজনে বান্দরবানে পালিত হয়েছে খ্রীস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন, বড়দিন উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে খ্রীষ্টান ধর্মালম্বীরা মেতে ওঠেছে নানা উৎসবে।
২৫ ডিসেম্বর রাত ১২ টা ১মিনিটে প্রার্থনার মধ্য দিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন শুরু হয়। বড় দিনকে ঘিরে সকাল থেকে জেলা সদরে ব্যাপটিষ্ট গীর্জা ও ফাতেমা রানী ক্যাথলিক গীর্জায় আয়োজন করা হয় সমবেত প্রার্থনা।
আরো পড়ুন : ডিসির পত্র জালিয়াতি : অধ্যক্ষের বিরুদ্ধে মামলা নাইক্ষ্যংছড়িতে
আরা পড়ুন : চসিক নির্বাচনে ৭ কেন্দ্র নিয়ন্ত্রণের তথ্য ফাঁস নদভীর
সকাল থেকেই খ্রীষ্টান ধর্মালম্বী শিশু নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনার মিলিত হয়ে আগামী দিনের অনাগত সুখের জন্য বিশেষ প্রার্থনা করে, প্রার্থনায় আত্মশুদ্বির মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করে সকলে। এসময় খ্রীষ্ট ভক্তরা যীশুর পথ নির্দেশনা অনুযায়ী সকলকে একসাথে সুন্দরভাবে পৃথিবীতে বসবাসের আহবান জানান।
[caption id="attachment_51288" align="aligncenter" width="720"] বান্দরবানে খ্রীস্টান ধর্মালম্বীদের বড়দিন উদযাপন[/caption]
সমবেত প্রার্থনা শেষে সকলে মিলে মিলিত হয় যীশুর আরাধনায় সমবেত সংগীতানুষ্টানে ,এসময় খ্রীষ্টান ধর্মালম্বীরা সমবেত সংগীতের মধ্য দিয়ে যীশুর বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত