সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই কন্যাসহ বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মৃত্যু

স্ত্রী সন্তানের সঙ্গে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সাইফুজ্জামান মন্টু। ফাইল ছবি

চট্টগ্রাম : বান্দরবানে আনন্দভ্রমণশেষে সপরিবারে ঢাকায় ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছলিমপুরস্থ ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিশু সন্তানসহ বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নিহত হয়ছেন। জীবন-মৃত্যুর মাঝে রয়েছেন তার স্ত্রী ও অপর শিশু সন্তান। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা আশংকাজনক। হতাহতদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার নিশ্চিন্তপুর এলাকায়।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে একটি লরি সাইফুজ্জামান মন্টুর প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান মন্টু (৪০) এবং তার দুই মেয়ে তাসফিয়া (১৪) ও তাসরিন (১২)।

দুর্ঘটনায় তার স্ত্রী কনিকা আক্তার (৩৫) ও ১০ বছরের শিশুপুত্র মন্টি আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকালে ফৌজদারহাট বন্দর সড়কের মোড়ে একটি লরি বন্দর সড়কে যাওয়ার জন্য মোড় নেওয়ার সময় দুইটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ সময় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। আহত হন তাদের বাবা-মাসহ অপর এক শিশু। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুজ্জামান মন্টুর মৃত্যু হয়।

বারআউলিয়া হাইওয়ে থানার এসআই কাউছার বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। তবে লরিটি আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন