চট্টগ্রাম রেলস্টেশনে ১১ টিকিটসহ কালোবাজারি গ্রেফতার

রেলস্টেশনে ১১ টিকিটসহ কালোবাজারি গ্রেফতার

চট্টগ্রাম : রেলওয়ে স্টেশনে বিভিন্ন আন্ত:নগর ট্রেনের ১১টি আসনের ৮টি টিকিটসহ মো. মিজানুর রহমান (৩৮) নামে এক কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ের নিরাপত্তাবাহিনী (আরএনবি)। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। মিজানুর রহমান বি-বাড়িয়া জেলার কসবার নেমতাবাদ এলাকার মো. আবু তাহেরের ছেলে।

আরো পড়ুন : আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ৮ প্রিয়মুখ চট্টগ্রামের
আরো পড়ুন : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই কন্যাসহ বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মৃত্যু

আরএনবির সহকারী উপ-পরিদর্শক মো. শওকত হোসেন সজল জানান, মহানগর এক্সপ্রেস ট্রেনের দুটি, চট্টলা এক্সপ্রেস ট্রেনের দুটি ও তূর্ণা এক্সপ্রেসের ৪টি ট্রেনের ১১টি আসনের টিকিটসহ ওই কালোবাজারিকে গ্রেফতার করা হয়।

আরএনবির পরিদর্শক আমান উল্লাহ আমান বলেন, ওই টিকিট কালোবাজারিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কালোবাজারি রোধে আরএনবির বিশেষ টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন