
হাকিম মোল্লা: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এখন আর শুধু প্রধানমন্ত্রী নামে বলা হয় না তাকে এখন বলা হয় স্টেট অব মাদার। তাকে বলা হয় রাষ্ট্র নায়ক। সেই মানুষটিই কিন্তু আবার রান্না ঘরে নাতি-নাতনীদের নিয়ে পেয়াজ ছাড়া রান্না করেন। তার মূল্যবোধ শক্তি আমাদের অর্জন করতে হবে। তবেই তার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো।
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা পরিচালিত এভারগ্রীণ ইন্টারন্যাশনাল স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ উপলক্ষে আলোচনাসভায় চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য জননেতা আ ম ম দিলসাদ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয় আঙিনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইপসা কর্মকর্তা মোঃ মহসীন মিঞার সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইপসা পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী,পৌরসদর বাজার কমিটি সাবেক সাধারন সম্পাদক বেলাল হোসেন, ইপসা সদস্য মোঃআনিছুল হক, ইপসা সদস্য মোঃশাহ সুলতান শামীম প্রমুখ।