নতুন বইয়ের গন্ধে উচ্ছসিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু বই উৎসবের উদ্বোধনশেষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন ভারত প্রত্যাগত শরনার্থী
বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু বই উৎসবের উদ্বোধনশেষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পার্বত্যাঞ্চলের সংরক্ষিত নারী আসনের সাংসদ বাসন্তী চাকমা।

শংকর চৌধুরী (খাগড়াছড়ি) : শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ্’_এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় পাহাড়ি জনপদ খাগড়াছড়িতেও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব।

বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু বই উৎসবের উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

আরো পড়ুন : সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী’র সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু বই উৎসবের উদ্বোধনশেষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন ভারত প্রত্যাগত শরনার্থী
বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

অপরদিকে, এর আগে জেলা সদরের কমলছড়ি পাইলট সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে বই উৎসবের অংশ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন, পার্বত্যাঞ্চলের সংরক্ষিত নারী আসনের খাগড়াছড়ির সাংসদ বাসন্তী চাকমা। এসময় পার্বত্য জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি পার্বত্য জেলার ৭০৬টি সরকারি-বেসরকারি বিদ্যালয়ের ১ লক্ষ ১৭ হাজার ৯শ ৪৫ জন শিক্ষার্থীদের মাঝে মোট ৪ লাখ ৭২ হাজার ৭শ ৪৯টি বই বিতরণ করা হয়েছে।

আরো পড়ুন : রিপন হত্যা : মহিউদ্দিন-দিদারসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

এছাড়াও প্রাক প্রাথমিক, ১ম, ২য় ও ৩য় শ্রেণির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চাকমা, মারমা এবং ত্রিপুরা ৪০ হাজার ৫শ ৫৯ ছাত্র-ছাত্রীদের মাঝে মাতৃভাষায় প্রণীত ৯১ হাজার ৭ শ ৪টি বই বিতরণ করা হয়।

নতুন হাতে পেয়ে উৎসবে মেতেছে কোমলমতি শিক্ষার্থীরা

উল্লেখ্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ২০১৭ সালে প্রাক-প্রাথমিক শিশুদের স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম শুরু করে সরকার। পরবর্তীতে ২০১৮ সালে প্রথম শ্রেণি, ২০১৯ সালে দ্বিতীয় শ্রেণি ও ২০২০ সালে তৃতীয় শ্রেণিতেও বই পাচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুরা। বছরের শুরুতেই নিজ ভাষায় রচিত নতুন বইয়ের গন্ধে উচ্ছসিত শিক্ষার্থীরা।