হৃদরোগে আক্রান্ত নানক ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে

জাহাঙ্গীর কবির নানক

হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানককে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত জানিয়েছেন তার চিকিৎসকরা। নানক বর্তমানে রাজধানীর ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। তার চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন হাসপাতালটির অধ্যাপক ডা. লুতফর রহমান এবং অধ্যাপক ডা. মাহবুবুর রহমান। নানককে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন বলে নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : এক ওভারে ছয় ছক্কা মেরে রেকর্ড বুকে লিও কার্টার
আরাে পড়ুন : বেগম জিয়ার মুক্তির দাবীতে মহানগর ছাত্রদলের বিক্ষোভ

বিষয়টি নিশ্চিত করেছেন নানকের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ বিপ্লব। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, নানকের হার্টে দুটো ব্লক ধরা পড়েছে। একটি ৯০ ভাগ, অপরটি ৫০ ভাগ ব্লক। ইতোমধ্যে ৯০ ভাগ ব্লকটিতে রিং বসানো হয়েছে। অন্য ব্লকটি একই লাইনে থাকায় এটাতে রিং বসাতে হবে না। তবে তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

এর আগে সোমবার (৬ জানুয়ারি) সকালে ঘুম থেকে ওঠার পর বুকে ব্যথা অনুভূত হলে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে যান তিনি। পরে এনজিওগ্রাম করা হলে (হৃদযন্ত্রের রক্তনালীতে) দুটি ব্লক ধরা পড়ে।

শেয়ার করুন