
বান্দরবান : বান্দরবানে ভূমি বিরোধের জের ধরে এক কবিরাজকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম চিংসাউ মারমা (৫৫)। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের হ্লাপাইগ্যাই পাড়ায় এ ঘটনা ঘটে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। নিহতের লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে, তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। পেশায় তিনি পাহাড়ি বৈদ্য (কবিরাজ) ছিল বলে জানা গেছে।’
আরাে পড়ুন : শীতার্ত মানুষের মাঝে পতেঙ্গা টুরিস্ট পুলিশের কম্বল বিতরণ
আরো পড়ুন : জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী বললেন আমার ওপর ভরসা রাখুন
স্থানীয় বাসিন্দারা জানান, বান্দরবান সদরের রাজবিলা ইউনিয়নের হ্লাপাইগ্যাই পাড়ায় মামাতো ও ফুফাতো ভাইয়ের সঙ্গে নিহত চিংসাউ মারমার জমি সংক্রান্ত বিরোধ ছিল, এ ঘটনার জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত