
চট্টগ্রাম: নগরী সুগন্ধায় নিজ বাসার রান্নাঘরে চুলার আগুনে দগ্ধ হয়েছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা জানিয়েছেন।
আরো পড়ুন: মুজিববর্ষের ক্ষণগণনা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আরো পড়ুন: ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা
আজাদুর রহমান মল্লিক নগরীর সুগন্ধা আবাসিক এলাকার ১নম্বর রোডের তিন নম্বর বাড়িতে পরিবারের সাথে থাকতেন।
সংযুক্তা জানান, সকালে পানি গরম করতে চুলা জ্বালাতে গেলে স্যার দগ্ধ হন। ডেল্টা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঢাকায় রওনা হয়েছেন।
তিনি আরো জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আজাদুর রহমান মল্লিকের শরীরের কতটা দগ্ধ হয়েছে তা জানা যায়নি।