এখনো নিইনি অবসরের সিদ্ধান্ত : মাশরাফি

এখনো নিইনি অবসরের সিদ্ধান্ত – মাশরাফি

বিপিএলে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ শেষে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে ঢাকা প্লাটুন অধিনায়ক বলেন, মাঠ থেকে অবসর নেয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নিইনি আমি। আক্ষেপের সুরে তিনি বলেন, অথচ এর আগেই আমাকে সবাই অবসরে পাঠিয়ে দিয়েছে। আমি নিজেও হয়ত ওই জায়গায় অবস্থান করছি। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি।

ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের জার্সি গায়ে আর দেখা যায়নি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। ঘরোয়া ক্রিকেটেও অংশ নেননি তিনি। তবে খেলেছেন বঙ্গবন্ধু বিপিএলে। মাঠে ফিরেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন এই ডান হাতি বোলার। প্রতি মুহূর্তে প্রমাণ করছেন,বয়স বাড়লেও এখনও ফুরিয়ে যাননি তিনি।

অথচ ভাব দেখে মনে হয় মাশরাফিকে সবাই অবসরে পাঠিয়ে দিতে পারলেই যেন বাঁচে। জল্পনা-কল্পনা এমনও রয়েছে যে, আর জাতীয় দলের হয়ে তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাবে না। এবার নিজের অবসর ভাবনা নিয়ে কথা বলেছেন অধিনায়ক নিজেই।

এবারের বিপিএলে ঢাকা প্লাটুনের অধিনায়কত্ব করা মাশরাফি জানিয়েছেন, এখনও খেলাটা উপভোগ করছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি মনে করে তার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, তবে অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাববেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।

ম্যাশ বলেন, আমি শুধু যেটা খেলছি, সেটা উপভোগ করছি। মাঠ থেকে অবসর নেব কি না, তা নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। যদি ওরকম কিছু মনে হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি মনে করে, তা হলে চিন্তা-ভাবনা করব।

মাশরাফি সবশেষ টেস্ট খেলেন প্রায় ১ দশক আগে। টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩ বছর হতে চলল। এখন শুধু ওয়ানডে খেলছেন তিনি। তবে ভবিষ্যতে একদিনের আন্তর্জাতিক ম্যাচেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি নড়াইল এক্সপ্রেস।

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে মাশরাফি ২১৭ ওয়ানডে খেলে ২৬৬ উইকেট পেয়েছেন

শেয়ার করুন