ইয়াবা ও মাইক্রোসহ কক্সবাজারের ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রামে

চট্টগ্রামে ৩৪শ ইয়াবা ও মাইক্রোবাসসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম : কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৪শ ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কক্সবাজারের আবদুল জলিলের ছেলে মোঃ ওমর ফারুক (২০) ও একই জেলার আমান উল্লাহর ছেলে আক্তার ফারুক (১৮)।

আরো পড়ুন : পরিবেশ রক্ষায় সরকারি সংস্থাগুলোর আরো যত্নবান হওয়া প্রয়োজন
আরো পড়ুন : ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা

বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের (উত্তর) বিভাগের উপ-কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানা ফিরিঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৪০০ পিস ইয়াবা ও ১টি মাইক্রোবাসসহ মোঃ ওমর ফারুক (২০) ও আক্তার ফারুক (১৮)কে গ্রেফতার করা হয়। আটকদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন