শাটলট্রেনে চবি ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে একমাস দণ্ড

শাহজাহান
শাহজাহান

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে শাটলট্রেনে উত্ত্যক্ত করায় শাহজাহান (৩৮) নামের এক বহিরাগতকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় এ আদেশ দেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্রাট খীশা’র ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটের বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শাহজাহানের বাড়ি ঢাকার সাভারের ব্যাংক কলোনি। তিনি চট্টগ্রাম পুলিশ লাইনের একটি ক্যান্টিনের কর্মচারী।

আরো পড়ুন : পতেঙ্গা সৈকতে ৩শ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল সিডিএ
আরো পড়ুন : বান্দরবান জেলা ফুটবল একাদশ চট্টগ্রামে

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, শাটলট্রেনে বহিরাগত এ ব্যক্তি আমার দিকে বারবার তাকাচ্ছিলো। এক পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম- আপনি কি বিশ্ববিদ্যালয়ের?। এরপরেই তিনি আমার সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে আমার দিকে তেড়ে আসেন এবং গায়ে হাত তোলার চেষ্টা করেন। তখন প্রত্যক্ষদর্শী রফিক উল্যাহ এগিয়ে আসেন। ট্রেন বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের ওয়াচ-টাওয়ারে পুলিশ বক্সে নিয়ে আসেন।

ম্যাজিস্ট্রেট সম্রাট খীশা বলেন, নারী উত্ত্যক্তের অভিযোগে ১৮৬০(৫০৯) ধারায় শাহজাহানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

চবি প্রক্টর এস এম মনিরুল হাসান জানান, শিক্ষার্থী এবং অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্সে নিয়ে আসা হয়। উভয়ের বক্তব্য শোনার পর অভিযুক্ত ভ্রাম্যমাণ আদালতের সামনে দোষ স্বীকার করলে আদালত দণ্ডাদেশ দিয়েছেন।

শেয়ার করুন