আকবরশাহে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আকবরশাহে মাদক ব্যবসায়ী গ্রেফতার
আকবরশাহে মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম : নগরীর আকবরশাহ থানার লতিফপুরের স্কুল রোডে হোটেল নেওয়াজের সামনে অভিযান চালিয়ে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ২৬০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটক আবু জোবায়ের সুমন(২৮) একই এলাকার (বড় সর্দ্দার বাড়ি) আবু বক্করের ছেলে।

আরো পড়ুন : শত বছরের ‘ওয়াজ মাহফিল’ সংস্কৃতি ও প্রাসঙ্গিক ভাবনা
আরো পড়ুন : আট বছর পর জুমার নামাজ পড়াবেন খামেনি

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিতে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ২৬০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবু বক্কর স্বীয় অপরাধ স্বীকার করেছে। তার বিরুদ্ধে আকবর শাহ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন