[caption id="attachment_52491" align="aligncenter" width="648"]
আবর্জনার স্তুপ থেকে ছোটমণি নিবাসে নবজাতক[/caption]
চট্টগ্রাম : নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদ নগর এলাকায় ওয়েল মিলস জিসি ফ্যাক্টরীর পাশে ময়লার স্তুপে ফেলে দেয়া এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরে চমেক হাসপাতালে চিকিৎসাশেষে হাসপাতাল সমাজসেবা পরিচালকের মাধ্যমে রৌফাবাদ ছোট মণি নিবাসে পাঠিয়ে দেয়া হয়।
রবিবার (১৯ জানুয়ারি) পৌণে ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নবজাতককে উদ্ধার করে।
আরো পড়ুন : প্রসঙ্গ : ভুয়া মুক্তিযোদ্ধা
আরো পড়ুন : বিনাশর্তে ভূমি, স্বেচ্ছাশ্রমে তৈরি হলো সড়ক
[caption id="attachment_52492" align="aligncenter" width="720"]
আবর্জনার স্তুপ থেকে ছোটমণি নিবাসে নবজাতক[/caption]
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানা ইনচার্জ প্রিটন সরকার বলেন, শহীদ নগর এলাকায় ওয়েল মিলস জিসি ফ্যাক্টরীর পাশে ময়লার স্তুপে নবজাতককে দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় ফোন করে জানায়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। চমেক হাসপাতালে চিকিৎসাশেষে রৌফাবাদ ছোট মণি নিবাসে দিয়ে এসেছে পুলিশ। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। বর্তমানে নবজাতক শিশুটি ছোট মণি নিবাস কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত