অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী দিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী দিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান : জেলার রোয়াংছড়ি বাজারে অ‌গ্নিকা‌ন্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রোয়াংছড়ি বাজারে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারে প্রতি পরিবারকে নগদ ১২ হাজার পাঁচ শত টাকা, ৮০ কেজি চাউল, তিনটি করে কম্বলসহ বিভিন্ন রান্নার প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, পুলিশ সুপার জেরিন আখতারসহ পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিট এর সেক্রেটারি অমল কান্তি দাশ, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ময়নুল ইসলাম, এসআই মো: আলমঙ্গীর সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : সুদীপ্ত হত্যা : ওয়ার্ড আ’লীগ নেতা জামিনে মুক্ত
আরো পড়ুন : মুজিব বর্ষে দেশে কেউ বেকার থাকবে না : প্রধানমন্ত্রী

এর আগে বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আমরা জনপ্রতিনিধিরা শুধু ভোটের জন্য চুপ করে বসে থাকলে হবে না। আমাদের জনপ্রতিনিধিদের দায়িত্ব অনেক। জনগণ আমাদের ভোট দিয়ে দায়িত্বে বসতে দিয়েছে, তাই আমাদের সকল জনগণের ভালো মন্দ দেখতে হবে। কোথায় রাস্তা হবে, কোথায় দোকান হবে এবং আগুন ও বিপদের হাত থেকে বাঁচতে আমাদের কি করণীয় তা জনপ্রতিনিধিদের সকলকে বোঝাঁতে হবে। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, সামান্য অবহেলায় আজ আমাদের অনেক বড় বিপদ ঘটে গেল। যদি আমরা সর্তক থাকতাম তাহলে আগুন এত বড়
ক্ষতি করতে পারতো না। এসময় মন্ত্রী বাজারের আশপাশে পর্যাপ্ত বালি, পানি ও অগ্নি নির্বাপক যন্ত্র রাখার পরামর্শ দেন এবং যেকোন বিপদে প্রশাসনের সহায়তা নেওয়ার অনুরোধ জানান।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৮জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রোয়াংছড়ি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে আগুন দ্রুত ছ‌ড়ি‌য়ে পড়‌লে ১২টি বসতবাড়ী ও দোকান পুড়ে ছাই হয়ে যায়।