গ্লাডিওলাস ফসলের মাঠ পরিদর্শনে ইপসার সহকারী পরিচালক

মাঠ পর্যবেক্ষণে ইপসার সহকারী পরিচালক সাইদ আক্তার।

হাকিম মোল্লা : নীল চাষের মতোই তামাক চাষকে বিতারিত করার লক্ষ্যে অর্থকরী ফসল গ্লাডিওলাস ও সবজি জাতীয় ফসল উৎপাদনের কাজ করছে ইপসা।

এ উপলক্ষে প্রদর্শণী পর্যবেক্ষণ করেছেন ইপসার সহকারী পরিচালক মোঃ সাঈদ আকতার।

আরো পড়ুন : দুদকের চাওয়া : সরকারি কর্মচারীরা নাগরিকদের ‘স্যার’ সম্বোধন করবেন
আরো পড়ুন : মুজিব বর্ষে দেশে কেউ বেকার থাকবে না : প্রধানমন্ত্রী

তামাক চাষ নিয়ন্ত্রণে বিকল্প ফসল উৎপাদন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে ইপসা। তারই ধারাবাহিকতায় চলতি বছর জানুয়ারির মাঝামাঝি সময়ে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার লক্ষারচর ও কাকারা ইউনিয়নে দিনব্যাপী মাঠ পর্যায়ে এই পর্যবেক্ষণ করা হয়।

পর্যবেক্ষণকালে ইপসার প্রধান নির্বাহী তামাকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বক্তব্য রাখেন। সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে লাভজনক ফসল উৎপাদনের সুপরামর্শ দেন ইপসার প্রধান নির্বাহী।

এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ সোহাগ খলিফা পিএটেক মো: এয়াছিন আলী ও মো: আব্দুল আজিজ, বরইতলী শাখার শাখা ব্যাবস্থাপক মাহমুদুল হাছান (বাবু)।

শেয়ার করুন