দুদকের চাওয়া : সরকারি কর্মচারীরা নাগরিকদের ‘স্যার’ সম্বোধন করবেন

m

জনগণ রাষ্ট্রের মালিক_একটু সময় নিয়ে হলেও এমন রূঢ় সত্য-বাস্তবতা উপলব্দি করেছেন দুর্নীতি দমন কিমশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহুমদ। তিনি বলেন, দুদকের গণশুনানিতে জনগণের কাছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যক্ষভাবে জবাবদিহি করতে হচ্ছে। এর মাধ্যমে জনগণই যে রাষ্ট্রের মালিক, সেটা প্রত্যক্ষভাবে অনুধাবন করা যাচ্ছে।

দুদক কমিশনার আরো বলেন-‘আমরা চাই প্রজাতন্ত্রের কর্মচারীরা সেবাগ্রহীতা নাগরিকদের “স্যার” সম্বোধন করবেন।’

আরো পড়ুন : অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী দিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর
আরো পড়ুন : সিইউজে নতুন নেতা সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক ম. শামসুল ইসলাম

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অক্সফাম ইন্টারন্যাশনালের গ্লোবাল প্রোগ্রাম ডিরেক্টর ফ্রাঙ্ক করটোডার নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে আলাপকালে এসব কথা বলেন দুদক কমিশনার। এসময় দুদক চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে দুই সংস্থার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নিজ নিজ কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন