বাড়ি ও কমার্শিয়াল স্পেস খুঁজে দেবে বিপ্রপার্টি ডটকম

সম্প্রতি শুরু হলো যুক্তরাজ্য ভিত্তিক ই-কমার্স রিয়েল এস্টেট সাইট বিপ্রপার্টি ডটকম। রাজধানীর একটি হোটেলে এক প্রেস কনফারেন্সে বিপ্রপার্টি ডটকমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অফ এইচ আর তাজরিন জিনিয়া, হেড অফ অপারেশন্স রেজবিন আহসান এবং মার্কেটিং ম্যানেজার মনজুর মোরশেদ।

তাজরিন জিনিয়া বলেন, ‘গত কবছর ধরেই আমরা বাংলাদেশে ই-কমার্স ভিত্তিক কোম্পানি সমূহের পদচারনা লক্ষ্য করছি। বাংলাদেশে ই-কমার্সের মাধ্যমে আমরা এখন অনলাইনে খাবার অর্ডার করতে পারি, বাসের টিকেট কিনতে পারি, অনলাইনে জিনিসপত্র কিনতে পারি’। জিনিয়া আরও জানান, ‘ই-কমার্সের ক্ষেত্রে আমরা অনেক সেক্টরে এগিয়ে গেলেও, রিয়েল এস্টেট সেক্টরে আমরা পিছিয়ে ছিলাম। একটি বিশ্বস্ত, বিশেষায়িত এবং পরিপূর্ণ প্রপার্টি পোর্টাল আমাদের দেশে ছিলো না। বিপ্রপার্টি ডটকম এই শুন্যস্থানটি পূরণ করতে চায়। বাসা/ কমার্শিয়াল স্পেস খোঁজা এবং কেনা আরো সহজ করার প্রত্যয় নিয়ে বিপ্রপাটি ডটকম এমন একটি প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে যেকেউ বাংলাদেশে প্রপার্টি ক্রয়, বিক্রয় এবং ভাড়া করতে পারবেন’। বিপ্রপার্টি.কমের হেড অফ অপারেশন্স রেজবিন বলেন, ‘কোন প্রপার্টি ভেরিফাই করার পর আমরা সেটাকে আমাদের ওয়েবসাইটে আপলোড করি। তখন এটিকে আমরা ‘ইউনিক লিস্টিং’ বলি। বর্তমানে আমরা ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে কাজ করছি এবং আমাদের প্লাটফর্মে ৪০ হাজারেরও বেশি ‘ইউনিক লিস্টিং’ রয়েছে। ২০১৬ সালে আমরা বাংলাদেশে প্রাথমিক কাজ শুরু করি এবং এ পর্যন্ত ১ লাখেরও বেশি বাসা এবং কমার্শিয়াল স্পেসের সাথে আমরা কাজ করেছি’। এখন যে কেউই বিপ্রপার্টি ডটকমে (www.bproperty.com) গিয়ে অথবা এর কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বাসা এবং কমার্শিয়াল স্পেস ভাড়া নিতে পারবেন এবং কিনতে পারবেন।

শেয়ার করুন