[caption id="attachment_53312" align="aligncenter" width="619"]
মঞ্চ ভেঙে পড়ে গেলেন আল্লামা শফী ও বাবুনগরী[/caption]
নারায়ণগঞ্জ : একটি ইসলামিক সম্মেলন চলাকালে মঞ্চ ভেঙে পড়ে গেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শফী, মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ আরও অনেকে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ সময় সেখানে হুড়োহুড়ি শুরু হয়। পরে ভাঙা মঞ্চেই আলোচনা শেষ হয়। শনিবার (১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে সম্মেলন চলাকালে বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
আরো পড়ুন : তাপস ঢাকা দক্ষিণের নগরপিতা
আরো পড়ুন : নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়াতে তামাকের আগ্রাসন
এর আগে সকাল থেকেই সমাবেশে হাজার হাজার মুসল্লির ঢল নামে। যোহরের নামাজের পর থেকে মুসল্লিদের ঢল হাজার পেরিয়ে লাখে গিয়ে দাঁড়ায় যা এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ পাগলা সড়কে মুসল্লিরা রাস্তায় অবস্থান নেয়। এতে করে শহরসহ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এবং ঢাকা-নারায়ণগঞ্জ পাগল সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত