সিঙ্গাপুরে পাঠানো হলো র‌্যাবের গোয়েন্দা প্রধানকে

লে. কর্নেল আবুল কালাম আজাদ। ফাইল ছবি

ঢাকা : সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গিবিরোধী অভিযানের সময় আহত র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

রোববার (২৬ মার্চ) রাত ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার এম্বুলেন্স আবুল কালাম আজাদকে নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের উদ্দেশে ছেড়ে যায়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আবুল কালাম আজাদ লাইফ সাপোর্টে ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় শিববাড়ির জঙ্গি আস্তানায় অভিযানের সময় ঘটনাস্থলের খানিকটা দূরে দুই দফায় বোমা বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় লে. কর্নেল আবুল কালাম আজাদ ও র‌্যাবের গোয়েন্দা শাখার উপ-পরিচালক মেজর আজাদ গুরুতর আহত হন। গুরুতর আহত এ দুই কর্মকর্তাকে শনিবার রাতেই সিলেট থেকে হেলিকপ্টার যোগে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

শেয়ার করুন