ইয়াবাসহ পল্লী চিকিৎসক দম্পতি আটক চট্টগ্রামে

পুলিশের হাতে আটক পল্লী চিকিৎসক দ্বিন মোহাম্মদ ও তার স্ত্রী মনোয়ারা বেগম।
পুলিশের হাতে আটক পল্লী চিকিৎসক দ্বিন মোহাম্মদ ও তার স্ত্রী মনোয়ারা বেগম।

চট্টগ্রাম : বায়েজিদ থানার আরেফিন নগর এলাকার এশিয়ান ওমেন ইউনির্ভাসিটি গেট এর সামনে থেকে পল্লী চিকিৎসক দম্পতিকে ২৫২ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটক পল্লী চিকিৎসক দ্বিন মোহাম্মদ (৬০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৪০) সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে বসবাস করেন। ওই এলাকায় তাদের একটি ফার্মেসী রয়েছে। এলাকার মানুষের কাছে ডাঃ দ্বীন মোহাম্মদ একজন পল্লী চিকিৎসক হিসেবে সুনাম রয়েছে।

আরো পড়ুন : সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় ৩ পিকআপ আরোহী নিহত
আরো পড়ুন : সি-বীচে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পূর্ণবাসনে সিডিএর তালবাহানা

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এক অভিযানে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫২ পিচ ইয়াবা বরি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানা পুলিশের পরিদর্শক প্রিটন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন