উন্নত যোগাযোগ ও স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে বিপুল পূণ্যার্থীর সমাগম হবে এবারের মেলায়-পলাশ চৌধুরী

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মেলা কার্যবরী কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী।

হাকিম মোল্লা: যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় এবার তীর্থযাত্রীর ঢল নামবে বলে জানিয়েছেন মেলা কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ২০২০ দুপুর ১২টায় মেলা কমিটির  প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে উপরোক্ত কথাগুলো বলেন।

আগামী ২০ থেকে ২২ ফেব্রুয়ারি শিব চতুদর্শী এবং ৮ থেকে ৯ ফেব্রুয়ারি দোল পূর্ণিমা মেলা অনুষ্ঠিত হবে। কলি যুগের মহাতীর্থ হিসাবে খ্যাত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে প্রাচীন ধর্মীয় তীর্থস্থান শ্রী চন্দ্রনাথ ধাম দর্শন করার উদ্দেশ্যে ঐতিহ্যবাহী এ শিব চতুদর্শী মেলা শুরু হয়।

এই মেলাকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য দাবী জানিয়ে মেলা কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক বলেন, মেলা নিয়ে যতবেশি সংবাদ,ফিচার প্রকাশ ও প্রচারণা চালানো হবে তত দ্রুত আন্তর্জাতিক অঙ্গণে এর পরিচিত বৃদ্ধি পাবে। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সন্মেলনে আরোও উপস্থিত ছিলেন সীতাকু্ণ্ড পৌর ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক মো. বেলাল উদ্দিন, মুুুুক্তিযুদ্ধা আবুল কাসেম ওয়াহিদী, মেলা কমিটির অতিরিক্ত সম্পাদক সমীর কান্তি শর্মা, বাবুল কান্তি শর্মা, কানু কুমার বনিক, বুলবুল লালা, অধ্যাপক রনজিত সাহা প্রমুখ।

শেয়ার করুন