চট্টগ্রামে অস্তিত্ব সংকটে মহজোটের শরিকরা

মহজোট

চৌধুরী সুমন, চট্টগ্রাম: অস্তিত্ব সংকটে রয়েছে মহাজোটের শরিকরা। বারো বছরের মধ্যে দুই বছর তাদের কর্মকাণ্ড দৃশ্যমান থাকলেও বাকী দশ বছর তা আর দেখা যায়নি। নেই কোনো স্থায়ী অফিস। ভাড়া করা অফিসেই সারতে হচ্ছে তাদের কাজ। দলের নিবন্ধন পাওয়ার মতো নির্বাচন কমিশনের দেয়া শর্তগুলো পূরণের অবস্থাও নেই তাদের। দেখা মিলে না দলীয় কোনো সভা সমাবেশের। স্থানীয় ও জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী দিতে পারেনি শরিকরা। একই সাথে আগামীতে দলগুলো জোটের মনোনয়ন পাওয়ার আত্মবিশ্বাস হারাচ্ছে দিনের পর দিন। একই সাথে আগামী স্থানীয় ও জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী দেয়া নিয়ে অনেকেই জোটগত মনোনয়ন চাওয়ার আশাও ছেড়ে দিয়েছেন। তাছাড়া অনেক দলের নেই কোনো অফিস। ভোটের রাজনীতিতে দুর্বল অবস্থায় সব মিলিয়ে এক দৈন্যদশা চলছে শরিকদের। তবে তরিকত ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলায় সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে রয়েছে।

আরো পড়ুন : চসিক নির্বাচন : আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু
আরো পড়ুন : উইম্যান চেম্বার সদস্য ম্যাক্স হসপিটালে পাবে বিশেষ ছাড়ে সেবা

চট্টগ্রামের একাধিক নেতা জানান, আর্থিক সঙ্কট ও সাংগঠনিক কাঠামো দুর্বল হওয়ায় সিটি করপোরেশন ও স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়নি ক্ষমতাসীনদের বেশির ভাগ শরিক। দুয়েকটি দল প্রার্থী দিলেও আওয়ামী লীগের প্রার্থীরা শক্ত অবস্থানে থাকায় তাদের ভরাডুবি হয়েছে। আবার অনেক জায়গায় প্রার্থী দেয়ার মতো নেতাকর্মী খুঁজে পায়নি শরিক দলগুলো।

রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ড. মাসুম চৌধুরী জানান, ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর করুণ দশা বিদ্যমান। দলীয়ভাবে সরকারের কাছে আসতে পেরে তারা কিছু সুযোগ সুবিধা পেয়েছেন। ওই দলগুলোর বাকি নেতারা বঞ্চিত রয়েছেন। ফলে দল গোছানোর ব্যাপারে কেউই মনোযোগ দিতে পারেননি।

সুত্রে জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। দলটির চট্টগ্রাম জেলায় সাংগঠনিক কার্যক্রম রয়েছে। ক্ষমতাসীন জোটের আরেক শরিক জাসদ। কোন্দলে দলটি ভেঙে দুই অংশে বিভক্ত হয়েছে। এক অংশের সভাপতি হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী। চট্টগ্রামে সাংগঠনিক জেলায় সক্রিয় কার্যক্রম রয়েছে দলটির। তবে বিভক্ত হওয়ার পরে চট্টগ্রামে দলটি দুর্বল হয়ে পড়েছে। ক্ষমতাসীন জোটের আরেক শরিক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সাম্যবাদী দল। ফলে এদের সাংগঠনিক অবস্থা আরো নাজুক চট্টগ্রামে। দলের সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়ার বাড়ি চট্টগ্রামে তবুও কমিটি করতে পারিনি। ন্যাশনাল আওয়ামী পার্টির চট্টগ্রাম জেলায় কমিটি রয়েছে। এ দলটির চলছে কোনো রকম। শক্তিশালী প্রার্থী না থাকায় স্থানীয় সরকার নির্বাচনে কোন অংশ গ্রহণ নেই। একইভাবে সারা দেশে সাংগঠনিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে বাসদ, গণতন্ত্রী পার্টি, তরিকত ফেডারেশন, গণ আজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি ও কমিউনিস্ট কেন্দ্রসহ শরিকদের অন্যদলগুলো।

এদিকে, শরীকদের দূরাবস্থা মানতে রাজী নন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শরীফ চৌহান। তার মতে, শরিক দলগুলো চট্টগ্রামে জোটগতভাবে ভালো আছে। শক্তিশালী অবস্থানে আছে। আওয়ামী লীগ সব সময় শরিকদের সুখে-দুঃখে পাশে থাকে।

চসিক নির্বাচনে প্রার্থী দিবে কিনা এক প্রশ্নে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে কোনো প্রার্থী দেয়া হবেনা। কিন্তু মহাজোটের প্রার্থীর পক্ষে কাজ করা হবে।

তিনি আরো বলেন, চট্টগ্রামে শরিকদের যথাযথভাবে মূল্যায়ন না করার কারণে বিভক্ত হয়ে আছে। আওয়ামী লীগের উচিত হবে, শরিকদের মূল্যায়ন করে তাদের অবস্থান আরো শক্ত করা। এতে জোটও শক্তিশালী হবে। উপজেলাগুলোতে এখনো কমিটি দিতে পারেনি। চেষ্টা চলছে দলকে গুছিয়ে আনতে।

তথ্যমতে, ক্ষমতাসীন জোট ১৪টি দল নিয়ে গঠিত হলেও জোটপ্রধান আওয়ামীলীগসহ মূলত দল রয়েছে ১৩টি। এর মধ্যে আওয়ামী লীগ, জাসদ (ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি-জেপি (মঞ্জু), ন্যাপ (মোজাফফর), গণতন্ত্রী পার্টি ও সাম্যবাদী দল এই আটটি দলের নিবন্ধন আছে। গণ আজাদী লীগ, গণতান্ত্রিক মজদুর পার্টি, বাসদ, কমিউনিস্ট কেন্দ্র এবং জাসদ (আম্বিয়া) এই পাঁচটি দলের নিবন্ধন নেই। সম্প্রতি এসব দল নির্বাচন কমিশনের দেয়া শর্ত পূরণ করতে না পারায় আবেদনও বাতিল হয়েছে অনেকের।

শেয়ার করুন