হালিশহর থানায় ওপেন হাউজ ডে

হালিশহর থানায় ওপেন হাউজ ডে

চট্টগ্রাম : মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ, করোনা ভাইরাসসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কার্য্যক্রম এবং থানায় লিপিবদ্ধ সাধারণ ডায়েরী ও মামলার বাদীদের নিয়ে সমাবেশ করছে হালিশহর থানা পুলিশ। এসময় ভুক্তভোগীদের নানান অভিযোগ অনুযোগের কথা শোনেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

আরো পড়ুন : দুর্নীতি-মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলবে: প্রধানমন্ত্রী
আরো পড়ুন : সীতাকুণ্ডে আমদানি করা জাহাজে ১৭ চীনা নাবিক আটকা

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কান্তি নাথ। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার(পশ্চিম) মোহাম্মদ ফারুক-উল হক, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ।

অনুষ্ঠানে থানা কমিউনিটি পুলিশ ও বিট পুলিশের সদস্যবৃন্দ এবং স্থানীয় জনসাধারণসহ মামলা ও জিডির বাদীগন উপস্থিত ছিলেন।

উপস্থিত মামলা ও জিডির বাদীগণ তাদের স্ব-স্ব মামলা ও জিডি তদন্তকারী অফিসারদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

এছাড়াও থানা এলাকার আইন-শৃংখলা ও বিভিন্ন অপরাধ/ অপরাধীদের বিষয়ে স্থানীয় জনসাধারণের বক্তব্য গ্রহণ করা হয়। উর্ধ্বতন অফিসারবৃন্দ ও নবাগত অফিসার ইনচার্জ্ জনসাধারণের বক্তব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে আশ্বাস প্রদান করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিবাহ, করোনা ভাইরাসসহ বিভিন্ন বিষযে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।

শেয়ার করুন