হাটহাজারীতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) প্রথম প্রহরে হাটহাজারী’র কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। হাটহাজারী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, হাটহাজারী মডেল থানা পুলিশ, হাটহাজারী পৌরসভা, হাটহাজারী প্রেস ক্লাব, হাটহাজারী অনলাইন প্রেস ক্লাব, হাটহাজারী রিপোর্টাস ক্লাব, উপজেলা আ’লীগ, উপজেলা বিএনপি, সামাজিক সংগঠন জাগৃতি, বিভিন্ন রাজনৈতিক দলসহ শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে হাটহাজারী উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার আফছানা বিলকিসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাননীয় উপার্চায অধ্যাপক ড.ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাহাবুবুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির ও মহিলা ভাইস চেয়ারম্যান ডা. মনোয়ারা বেগম উত্তরজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ইউনুছ গণি চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন চৌধুরী নোমান মোঃ জসিম উদ্দিন শাহ, প্রমুখ।

শেয়ার করুন