লামায় তিন প্রকল্পের উদ্বোধন করলেন বীর বাহাদুর

উন্নয়ন কাজের উদ্বোধন করছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বান্দরবান: লামা উপজেলায় নব নির্মিত মা ও শিশু স্বাস্থ্য কমপ্লেক্সসহ তিন উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলার সরই ইউনিয়নে হাসনাভিটা, আন্দারী জামালপুর ও কোয়ান্টাম এলাকায় প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী।

আরো পড়ুন: দীঘিনালায় সরকারি গাছ কেটে নিলো ছাত্রলীগ নেতা

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফরিদ উল আলম, আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দীন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইদ্রিস প্রমুখ উপস্থিত ছিলেন।

লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল বলেন, এদিন মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত হাসনাভিটা মসজিদ ও রাস্তা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পলোখালের তেঁতুলতলায় নব নির্মিত গার্ডার ব্রিজ উদ্বোধন করেন।