[caption id="attachment_54074" align="aligncenter" width="720"]
প্রধানমন্ত্রীর সাথে মেয়র প্রার্থীসহ চট্টগ্রামের নেতাদের সাক্ষাৎ[/caption]
চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে দলের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা। এসময় প্রধানমন্ত্রী তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে রেজাউলকে জিতিয়ে আনার নির্দেশ দিয়েছেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন।
আরো পড়ুন : দীঘিনালায় সরকারি গাছ কেটে নিলো ছাত্রলীগ নেতা
আরো পড়ুন : সাদা রাজনীতিক রেজাউল করিম যে কারণে পেলেন দলীয় মনোনয়ন
রেজাউলকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রামের আনোয়ারা আসনের সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, নগরীর কোতোয়ালি আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগরীর বন্দর আসনের সাংসদ এম এ লতিফ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সাক্ষাৎশেষে এক শীর্ষ নেতা গণমাধ্যমকে জানান, তারা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আমাদের যে প্রার্থী, রেজাউল করিম সাহেবকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী তাদের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।
তফসিল অনুযায়ী, আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট হবে। রোববার নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে।
এর আগে, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতেই আওয়ামী লীগ তাদের মেয়র প্রার্থী হিসেবে রেজাউল করিম চৌধুরীর নাম ঘোষণা করে। বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন এবার দলীয় মনোনয়ন পাননি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত