[caption id="attachment_54103" align="aligncenter" width="720"]
বান্দরবানে নিষিদ্ধ পপি ক্ষেত ধবংস করলো বিজিবি[/caption]
বাসুদেব বিশ্বাস (বান্দরবান) : নিষিদ্ধ পপি ক্ষেত ধবংস করেছে বলিপাড়া জোন (৩৮ বিজিবি)। বলিপাড়া জোন ৩৮ বিজিবির জোন কমান্ডার মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান,বলিপাড়া জোন (৩৮ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, দুর্গম পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, পাহাড়ী-বাঙ্গালী স¤প্রীতি ও সম্পর্ক উন্নয়নসহ আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মুলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সোর্স ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে বলিপাড়া টেন্ডুমুখ সিআইও ক্যাম্প হতে আনুমানিক ৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে কোআংপাড়া নামক স্থানে নিষিদ্ধ মাদক পপি চাষ করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পপি বাগানে অভিযান পরিচালনা করা হয়।
আরো পড়ুন : মৃত্যুর সাথে লড়াইয়ে হেরে গেছেন সড়ক দুর্ঘটনায় আহত চুয়েট শিক্ষার্থী
আরো পড়ুন : হতাশ নন, নৌকা প্রতীকের জন্য কাজ করবেন মেয়র নাছির
অভিযানে টেন্ডুমুখ সিআইও ক্যাম্প হতে ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে যায় এবং ৩একর জমির উপর চাষ করা পপি বাগানের সন্ধান পায়, পরবর্তীতে টহল দল পপি ক্ষেতটি স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে ধ্বংস করে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত