তাহিরপুরে বাঁধের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

.

সুনামগঞ্জ: তাহিরপুরে উপজেলায় নির্মানার্ধীন ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুল আহাদ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শনির হাওর, মাতিয়ান হাওর, আঙ্গারআলী হাওর ও গুরমার হাওরসহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন।

এসময় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জি,দক্ষিন শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ সরকারসহ জেলা ও উপজেলার প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

একই দিন দুপুরে মুজিববর্ষে ১লক্ষ হিজল করচের চারা রোপন কার্যক্রম অংশ হিসেবে এক হাজার চারা রোপন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। উপজেলা প্রশাসনের আয়োজনে ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সহযোগিতায় হাওর পাড়ে এক হাজার হিজল-করচ গাছের রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, শাহ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে ২হাজার হিজল-করচের গাছ রোপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। পরে বিকালে তিনি উপজেলায় মিলনায়তনে পিআইসিদের নিয়ে নিয়ে মতবিনিময় সভা করেন।