জার্মানিতে দুটি বারে গুলিবর্ষণ, নিহত ৮

জার্মানিতে দুটি বারে গুলিবর্ষণ

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর হানাউয়ের দুটি শিশা বারে গুলি চালিয়ে আটজনকে হত্যা করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১০টার দিকে পরপর দুই জায়গায় এই হামলার ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে বলে বিবিসিকে জানিয়েছে পুলিশ।

হামলার সন্দেহভাজনরা ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে এবং তাদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রথম গুলির ঘটনাটি শহরটির কেন্দ্রস্থলের একটি বারে ঘটেছে আর দ্বিতীয় ঘটনাটি ঘটেছে হানাউয়ের ক্যাসুস্টাট এলাকার অপর একটি বারে।

দুটি এলাকায়ই পুলিশ কর্মকর্তারা ও বেশ কয়েকটি হেলিকপ্টার টহল দিচ্ছে। ব্যাপক অস্ত্রে সজ্জিত পুলিশ হানাউয়ের দুটি রাস্তা বন্ধ করে দিয়েছে।

আঞ্চলিক গণমাধ্যম হ্যাসেনশাওর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরাতে প্রথম শিশা বারে অজ্ঞাত সংখ্যক বন্দুকধারী তিন জনকে হত্যা করে এরপর তারা গাড়ি চালিয়ে আরিনা বার এন্ড ক্যাফেতে গিয়ে আরও পাঁচ জনকে গুলি করে হত্যা করে।

এখান থেকে কালো রংয়ের একটি গাড়িকে ঘটনাস্থল ছাড়তে দেখা গেছে। হামলার উদ্দেশ্য পরিষ্কার নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।