
খাগড়াছড়ি: খাগড়াছড়িতে “জঙ্গী-অবক্ষয়-দূর্নীতি মানবে না এ সংস্কৃতি” শ্লোগানে জাতীয় নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি টাউন হলে নাট্যোৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উৎসব মুখর পরিবেশে এ নাট্যোৎসব বাস্তবায়ন করে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমি।
পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা শিল্পকলা বিষয়ক কমিটির আহবায়ক পার্থ ত্রিপুরা জুয়েলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার আবদুল আজিজ, খাগড়াছড়ি পৌর সভার মেয়র মোঃ রফিকুল আলম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম।
এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সাংবাদিক জীতেন বড়ুয়া।
নাট্যোৎসবের উদ্বোধনী দিনে চট্টগ্রামের লোক থিয়েটার অধ্যাপক মলয় ভৌমিক ও সুধীর মহাজনের রচনায় হত্যার শিল্পকলা নাটকটি মঞ্চায়িত করে। নাটকটি প্রযোজনা করেছেন মনসুর মাসুদ।