[caption id="attachment_42451" align="aligncenter" width="586"]
নিহত[/caption]
ঢাকা: টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে গোড়াই জুঁই-যুথী পাম্পের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মির্জাপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান।
নিহতরা হলেন গাইবান্ধার সাদুল্যাপুর থানার গোবিন্দ রায় গ্রামের সুলতান মিয়ার স্ত্রী জাহানুর (১৮), একই এলাকার অমূল্যচন্দ্র দাসের ছেলে তপনচন্দ্র দাস (২৫), টাঙ্গাইলের গোপালপুর থানার আল আমিন মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (২৭) ও রংপুর জেলার রাশেদা বেগম।
ওসি মনিরুজ্জামান বলেন, লেগুনাটি যাত্রী নিয়ে জুই-যুথী পাম্পে জ্বালানি নেওয়ার জন্য ঢুকছিল। ঢোকার সময় পেছন থেকে একটি কভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন মারা যান।
এ সময় আরও সাতজন আহত হলে তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের পরিচালক প্রদীপ কুমার রায় জানান, আহত সাতজনকে তাদের হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। অন্য পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত