নীলক্ষেতে পুলিশের আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড

ঢাকা: নীলক্ষেতে নিউমার্কেট থানার পেছনে পুলিশের আবাসিক ভবন ‘নীহারিকা’য় অগ্নিকাণ্ড হয়েছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৯তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান জানান।

লিমা খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই আগুন নেভানো হয়। বৈদ্যুতিক গোলযোগ থেকে দ্বিতীয় তলার একটি মিটারে আগুন লেগেছিল বলে জানান তিনি।

১৯তলা এই ভবনের প্রতিটি তলায় নয়টি করে ফ্ল্যাট রয়েছে, যার প্রতিটিতে একেকজন পুলিশ কর্মকর্তা পরিবার নিয়ে থাকেন।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে একজন পুলিশ কর্মকর্তা বলেন, দুই মাস আগেও একবার ঠিক সন্ধ্যার পর পর এবং তারও বেশ কিছু দিন আগে ঠিক একই সময় আগুন লেগেছিল। একই সময়ই কেন আগুন লাগছে তা খতিয়ে দেখা উচিত। এই ভবনে দেড় শতাধিক পরিবার রয়েছে। বড় ধরনের আগুন লাগলে এতগুলো পরিবারের সদস্যদের বের হতে খুব সমস্যা হবে এবং হতাহতের খুবই ঝুঁকি রয়েছে।

কেন বার বার আগুন লাগছে, তা সঠিকভাবে তদন্তের অনুরোধ জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন