
চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নির্বাচন কমিশনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এসময় তাঁর পাশে ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে তিনি মনোনয়ন ফরম জমা দেন।
আরো পড়ুন : আনোয়ারায় দোকানে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা
আরো পড়ুন : অশ্লীল ছবিতে জিম্মি চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার চট্টগ্রামে
এসময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।