নারী স্বাবলম্বী হলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা তরান্বিত হবে

অতিথিদের সাথে সনদ হাতে প্রশিক্ষণপ্রাপ্তরা

চট্টগ্রাম : দেশের মোট জনগোষ্ঠীর একটা বড় অংশ হচ্ছে নারী। উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যদি তাদের দক্ষতা বৃদ্ধি করা যায় তবে তারা দেশের মানব সম্পদে পরিণত হবে এবং সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নারীর স্বাবলম্বীতা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে তরান্বিত করবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাকলিয়া ওয়ার্ডে আয়োজিত “কাটিং-সুইং এন্ড প্যাটার্ণ মেকিং’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভাইস-প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী।

আরো পড়ুন : পোশাক শিল্পে চ্যালেঞ্জ মোকাবেলায় বস্ত্রশিল্প স্থাপন সময়ের দাবী
আরো পড়ুন : ‘নিয়ন্ত্রণে রাখবেন, না হলে মশা আপনার ভোট খেয়ে ফেলবে’

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে প্রশিক্ষণ কোর্সে সহযোগিতা করে এসএমই ফাউন্ডেশন।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক লুৎমিলা ফরিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইপসার ভারপ্রাপ্ত প্রজেক্ট কো-অর্ডিনেটর সানজিদা আক্তার।

এছাড়াও বক্তব্য রাখেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মোস্তারি মোর্শেদ স্মৃতি ও প্রশিক্ষক দিলরুবা হোসনা। অনুষ্ঠানশেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

শেয়ার করুন