দূর্নীতি রুখতে কারো পরিচয়ের দিকে তাকাবে না দুদক

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

দুর্নীতি, সন্ত্রাস জঙ্গিবাদ, মাদক ব্যবসা একই সূত্রে গাঁথা। আমরা নিরন্তরভাবে এর বিরুদ্ধে সংগ্রাম করে যাব। কারো কোনো পরিচয়ের দিকে তাকাবো না। তবে জঙ্গি-সন্ত্রাসবাদ রুখতে জ্ঞানার্জনের কোন বিকল্প নেই। দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হলে জ্ঞানার্জন করতেই হবে। কারণ যারা অজ্ঞান ও জ্ঞানহীন তারাই দুর্নীতি করে, তারাই মাদক ব্যবসা করে, তারাই জঙ্গি হয়, তারাই সন্ত্রাসের পথ অবলম্বন করে। তাই তাদের রুখতে হলে জ্ঞানার্জনের বিকল্প নেই।’

সোমবার (২৭ মার্চ) এবছরের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের দ্বিতীয় দিনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সততা সংঘের সমাবেশ, শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

‘দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাঁচবে দেশ’- এই প্রতিপাদ্য নিয়ে রবিবার থেকে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭ শুরু হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি বন্ধ করতে না পারলে কোমলমতি শিশুদের আলোকিত ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হবে।

তিনি বলেন,‘দুর্নীতি, সন্ত্রাস জঙ্গিবাদ, মাদক ব্যবসা একই সূত্রে গাঁথা, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিতে চায়। আমরা তা হতে দিব না। আমরা নিরন্তরভাবে এর বিরুদ্ধে সংগ্রাম করে যাব। কারো কোনো পরিচয়ের দিকে তাকাবো না। জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের করাল গ্রাস থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মুক্ত করতে আমরা বদ্ধ পরিকর।’

ইকবাল মাহমুদ বলেন, প্রবীণদের সময় শেষ হয়ে যাচ্ছে। এই দেশ আগামীতে আজকের শিক্ষার্থীরা পরিচালনা করবে।-বাসস।

শেয়ার করুন