[caption id="attachment_54479" align="aligncenter" width="720"]
ছবি : প্রতীকী[/caption]
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যাত্রীবাহী একটি বাস দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে। এতে বাসটির অন্তত ৩০ যাত্রী নিহত এবং আরও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে প্রদেশটির রোহ্রি রেল স্টেশনের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দ্যা ডন ও সিনহুয়ার খবরে বলা হয়, দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে এবং তাদেরকে রোহ্রি ও সুক্কুর শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন : চসিক নির্বাচন : ৫ মার্চ আ.লীগের বিদ্রোহীদের নিয়ে বসবে নেতারা
আরো পড়ুন : শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ ও দেশাত্মবোধের বিকাশ ঘটাতে হবে
সুক্কুর জেলার পুলিশ কমিশনার সফিক আহমেদ মাহেসার জানান, করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী ‘৪৫ আপ পাকিস্তান এক্সপ্রেস’ ট্রেনটি একটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রমের সময় পাঞ্জাবগামী বাসটিকে আঘাত করে। এতে বাসটিকে তিন টুকরা হয়ে যায়। এ সময় আহতদের চিৎকারে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত