
চারিদিকে ফুলের সমাহার
পরিবেশটা প্রানবন্ত,
এমন প্রকৃতি দেখে বলা-
যায় এসেগেছে বসন্ত।
ফুলের গন্ধ হাওয়ায় মিশে
আসে যখন নাকে,
ইচ্ছে করে তখন আমি
সাড়া দিই প্রকৃতির ডাকে।
এ ঋতুতেই গাছের মাঝে
দেখবো আমের মুকুল,
দেখবো আরও হরেক-
রকম সুন্দর সুন্দর ফুল।
এমন ঋতু পাবে নাকো
অন্য দেশে তুমি,
বাংলাদেশে জন্মে নিয়ে
ধন্য হলাম আমি।
আরো পড়ুন : গ্রাম বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পিঠা উৎসব
আরো পড়ুন : শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ ও দেশাত্মবোধের বিকাশ ঘটাতে হবে