
মুহিদ্দিন ইয়াসিন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে আজ রবিবার (১ মার্চ) সকালে মালয়েশিয়ার রাজার উপস্থিতিতে শপথ নেন।
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী কে হচ্ছেন সেটা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল।গতকাল শনিবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মালয়েশিয়ার রাজা জানিয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা মুহিদ্দিন ইয়াসিন হতে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী।
মাহাথির মোহাম্মদ গত ২৪ ফেব্রুয়ারি পদত্যাগ করেন । তবে, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।