[caption id="attachment_54577" align="aligncenter" width="540"]
আহতদের দেখতে হাসপাতালে সিএমপি কমিশনার[/caption]
চট্টগ্রাম : নগরীর ষোলশহর ২নং গেইট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে এসেছেন মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহবুবর রহমান।
শনিবার (২৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯ টায় তিনি আহতদের দেখতে যান।
প্রসঙ্গতধ গত ২৮ ফেব্রুয়ারি রাতে ষোলশহর ২নং গেইট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় ৫ ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে দুই পুলিশ সদস্য দগ্ধ হন। তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরো পড়ুন : চসিক নির্বাচন : রেজাউল-শাহাদাত-শেঠ-মতিনের মনোনয়ন বৈধ
আরো পড়ুন : চট্টগ্রামের পুলিশ বক্সে হামলা, আইএসের দায় স্বীকার
আহতরা হলেন ট্রাফিক পুলিশ সার্জেন্ট আরাফাত হোসেন ভূইয়া, সহকারী উপ-পুলিশ পরিদর্শক আতাউদ্দীন, পথচারী জাহিদ বিন জাহাঙ্গীর ও মোঃ সুমন সহ ১০ বছরের শিশু নওশাদ।
[caption id="attachment_54576" align="aligncenter" width="540"]
আহতদের দেখতে হাসপাতালে সিএমপি কমিশনার[/caption]
আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সরকারি কাজশেষে ঢাকা থেকে ফিরেই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ কমিশনার।
তারপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত ও দগ্ধ ১০ বছরের শিশুসহ পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। সিএমপি’র পক্ষ থেকে তাদের চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান। এসময় তিনি সিএমপি’র সকল পুলিশ সদস্যদের সজাগ ও সতর্ক থাকার নিদের্শ প্রদান করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত