টাইগারদের ব্যাটিং দাপট

দুরন্তভাবে জিম্বাবুয়ের বোলারদের বিরুদ্ধে ব্যাটিংয়ের দাপট খাটাচ্ছে টাইগাররা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মাশরাফি। জিম্বাবুয়ের বোলারদের বিরুদ্ধে ব্যাটিংয়ের দাপট খাটাচ্ছে টাইগাররা। শুরু থেকেই ছন্দময় গতিতে খেলতে থাকে বাংলাদেশ। কিন্তু দলিয় ৬০ রানের মাথায় ছন্দ থেকে বিচ্ছিন্ন হয়ে হন তামিম।

৪৩ বল মোকাবিলা করে ২৪ রানে এলবিডব্লিউ হয়ে সাজ ঘরের পথ ধরেন তামিম ইকবাল। পরে লিটনের সঙ্গি হয়ে সঙ্গ দিতে আসেন শান্ত। ফলে রানের চাকা খানিকটা গতি ফিরে পায়। লিটন-শান্তের ব্যাটে জুটি হয় ৮০ রানের। দলিয় ১৪০ রানের মাথায় শান্তও আর বেশিক্ষণ লিটনকে সঙ্গ দিতে পারেনি।

এলবিডব্লিউ হয়ে ৩৮ বলে ২৯ রান করে ফিরে যান তিনি। লিটন ৯৫ বলে শতরান করেন এবং ব্যক্তিগত ১২৬ রান করে রিটায়ার্ড হার্ড হয়ে পেভিলিয়নে ফিরে যান।

শেষ খবর পর্যন্ত বাংরাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে৪০ ওভারে ২২৫ রান। ক্রিজে আছেন মাহামুদুল্লাহ ১২ বলে ৯ রান করেন ও মোহাম্মদ মিথুন ১০ বলে ৯ রান করেন।

শেয়ার করুন