মেয়র নাছিরের প্রশ্ন—কার সুপারিশে মনোনয়ন পেলেন বিতর্কিতরা?

চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন-ফাইল ছবি

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিতর্কিত কয়েকজনকে দলের সমর্থন দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রশ্ন তুলে মেয়র নাছির বলেন-কার সুপারিশে বিতর্কিতরা কাউন্সিলর মনোনয়ন পেলেন। আমাদের জানামতে চট্টগ্রামের কেউ এই মনোনয়ন প্রক্রিয়ার সঙ্গে জড়িত নন।’

আরো পড়ুন : সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পীর বাবার ইন্তেকাল
আরো পড়ুন : চিত্র সাংবাদিকতায় টিকে থাকতে শিখতে হবে ফটোগ্রাফি

সোমবার (২ মার্চ) দুপুরে যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে নাছির এসব কথা বলেন। নগরীর জামালখানে রীমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরীও উপস্থিত ছিলেন।

মিডিয়াকে সাক্ষী মেনে মেয়র নাছির বলেন, ‘আমার কাছে প্রশ্ন করেছেন অনেকে। আমাদের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর কাছেও প্রশ্ন করেছেন যে- এই প্রার্থীগুলো কিভাবে মনোনয়ন পেল? আসলে তো আমরা কোনো কিছু জানি না। এই কাউন্সিলর প্রার্থীকে কারা মনোনয়ন দিয়েছেন, এটা কি আমরা জানি?

‘আজকে তাহলে যারা এদের রেকমেন্ডেশন করেছে, তারা কারা? তারা কী জেনেশুনে করেছে? তারা জেনেশুনে করেননি। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এ কাজগুলো করেছেন। তারা যে কাজ করেছেন এর দ্বারা কি সংগঠনের কল্যাণ হবে? মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? এই এই জনপ্রতিনিধিগুলো মানুষের কি কোনো কল্যাণ করতে পারবে? তারা তো জনপ্রতিনিধি হতে যাচ্ছেন, বিগত দিনে তাদের কী কর্মকাণ্ড ছিল? এখনো তারা তো বিতর্কিত। তাহলে তারা কিভাবে মনোনয়ন পেলেন?’

এরপরই মেয়র নাছির বলেন-‘আমি এই কথাগুলো বলতে চাই না। আমি যদি কথা বলি, এই কথার সূত্র ধরে অন্য কথা হয়তো অনেকে বলার চেষ্টা করবেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ড যে মনোনয়ন প্রদান করেছেন সেটাই আমার শিরোধার্য। এবং সেটা নিয়ে কাজ করছি, কাজ করব। কাজ করে প্রমাণ করে দেব আমি প্রধানমন্ত্রীর প্রতি শতভাগ অনুগত এবং জাতির জনকের আর্দশ অন্তরে ধারণ করি।’

প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘যুবলীগের পেছনে অনেকের ত্যাগ রয়েছে। অনেকের কষ্টে গড়ে তোলা এ সংগঠনের কথা আমরা ভুলে যাই। আমাদের শত্রু এখন বিরোধী সংগঠন নয়, নিজেরা নিজেদের শত্রু। যুবলীগের কর্মীদের প্রতি অনুরোধ- আপনারা আপনাদের ভাইকে শত্রু বানাবেন না, ভাইদের শত্রু ভাববেন না। আপনারা যুবলীগের মান রক্ষা করবেন। আপনাদের কারণে যেন শেখ ফজলুল হক মণির হাতে গড়া যুবলীগের মাথা হেট না হয়।’

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান পরশ।

উদ্বোধনী অধিবেশনের পর যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় প্রতিনিধি সভার মূল কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, শেখ ফজলে নাঈম, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান প্রমুখ।

শেয়ার করুন