চট্টগ্রাম : দৈনিক নয়াবাংলা আর আবদুল্লাহ আল ছগীর। একটি কাগজের এপিট-ওপিঠ। বলাচলে সংবাদপত্রের পথিকৃৎ আবদুল্লাহ আল ছগীরের আট সন্তানের মতোই তাঁর নবম সন্তান দৈনিক নয়াবাংলা। তাঁর দুঃখ-আনন্দ বেদনা-বিষাদ সবকিছুই ছিল নয়াবাংলাকে ঘিরে। আজ আর সেই কৃর্তিমান নেই। তবে রয়ে গেছে তার কৃর্তি-তাঁর হাতে গড়া দৈনিক নয়াবাংলা। পাথরঘাটা মিরিন্ডা লেনের মুসলিম আর্ট প্রেস প্রিন্টিং এন্ড পাবলিশন থেকে ১৯৭৮ সালের ২ আগষ্ট প্রথম প্রকাশিত আঞ্চলিক দৈনিক নয়াবাংলা আজ প্রযুক্তির ছোঁয়ায় অনলাইন সংস্করণ পাওয়া যাচ্ছে দেশ ছাপিয়ে দুনিয়াজুড়ে।
সংবাদপত্র শিল্পের পথিকৃৎ ১৯৯১ সালের ২৯ মার্চ দুনিয়ার সকল মায়া ত্যাগ করে পাড়ি দেন ওপারে দূর-নীলিমায়। ২৬তম মৃত্যুবার্ষিকীতে আজ দৈনিক নয়াবাংলা পরিবার তাঁকে স্মরণ করছে গভীর শ্রদ্ধায়, পরম ভালবাসায়।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (বুধবার) আন্দরকিল্লা শাহী জামে মসজিদে বাদ আছর দোয়া মাহফিল এবং দৈনিক নয়াবাংলা কার্যালয়ে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এছাড়া মরহুমের গড়দুয়ারাস্থ গ্রামের বাড়ি সংলগ্ন মাদ্রাসায় খতমে কোরান ও শাহ আমানত দরগাহ লেইনস্থ তনজিমুল মোসলেমিন এতিমখানাসহ অন্যান্য সংগঠন ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
হালদা তীরের সেই ছেলেটি :
আবদুল্লাহ-আল-ছগীর। পিতার নাম আবদুল গণি এবং মাতা ফজিলাতুন্নেসা খানম। চট্টগ্রামের হালদা নদীর তীরে গড়দুয়ারা গ্রামে ১৯৩০ সালের ২৩ জানুয়ারী জন্মগ্রহণ করেন।
যাঁর হাতে গড়া চট্টগ্রামের আঞ্চলিক মুখপাত্র দৈনিক নয়াবাংলা। পাথরঘাটা মিরিন্ডা লেনের মুসলিম আর্ট প্রেস প্রিন্টিং এন্ড পাবলিশন থেকে ১৯৭৮ সালের ২ আগষ্ট প্রথম প্রকাশিত হয়। দৈনিকটি জোহানস গুটেনবার্গের (লেটার-হ্যান্ড কম্পোজ) ম্যানুয়াল পদ্ধতি পেড়িয়ে এ্যাপল কম্পিউটার প্রযুক্তি হাইডেল বার্গের অফসেটে প্রবেশ করে নব্বই দশকে। আর ২০১৭ সালের ১ জানুয়ারী প্রযুক্তির অন্যতম সেরা উৎকর্ষ ভার্চুয়াল দুনিয়ায় জায়গা করে নেয় আবদুল্লাহ-আল-ছগীরের দৈনিক নয়াবাংলা। দেশ ছাপিয়ে দুনিয়াজুড়ে বিস্তৃত দৈনিক নয়াবাংলা অনন্তকাল বেঁচে থাকবে মানুষের কল্যাণে। আজকের এ শোকাহত দিনে নয়াবাংলা পরিবার তাঁকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায়।
সুদীর্ঘ ৬১ বছরের বর্ণিল কর্মময় জীবনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালনের পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠা করেন সাংবাদিকতার মতো মহান পেশায়। প্রতিষ্ঠাতা সম্পাদক আবদুল্লাহ-আল-ছগীর চট্টগ্রামের পিছিয়ে পরা মানুষের আনন্দ-বেদনার চিত্র তুলে ধরেছেন তাঁর পত্রিকায়, লেখনিতে। দৈনিক নয়াবাংলায় সাংবাদিকতার হাতেখড়ি-এমন সাংবাদিক আজ প্রথিতযশা প্রবীণ তুখোড় পেশাদার সাংবাদিক দেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কর্মব্যস্ত। বলাচলে আবদুল্লাহ-আল-ছগীর ছিলেন সংবাদপত্র শিল্পের কারিগর। আর ১০১, মোমিন রোডের দৈনিক নয়াবাংলা কার্যালয় সাংবাদিক তৈরির কারখানা। সংবাদপত্র শিল্প বিকাশেও তাঁর ভূমিকা অনস্বীকার্য।
দক্ষ সংগঠকও ছিলেন মরহুম আবদুল্লাহ-আল-ছগীর। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ছাড়াও একাধারে তিনি ছিলেন বাংলাদেশ সম্পাদক পরিষদের সহ-সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র পরিচালক, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম সংবাদপত্র পরিষদের প্রথম আহবায়ক, সরকার ঘোষিত প্রেস কমিশনের সদস্য, জাতীয় জনসংখ্যা নিয়ন্ত্রণ কমিটির সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, হাটহাজারী ড. শীহদুল্লাহ একাডেমী এবং গড়দুয়ারা দারুল উলুম মহিউল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা। এছাড়া সংবাদপত্র শিল্পের এই পথিকৃৎ নানা সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
দেশ ও জাতির কল্যাণে নিরলস অবদানে রাষ্ট্রীয় সম্মাননা স্বীকৃতির দাবীদার আবদুল্লাহ-আল-ছগীর স্বীকৃতিও পেয়েছেন। ২০০৫ সালে ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাঁকে একুশে পদকে ভূষিত করে। আর ২০১৬ সালের ২৪ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাব তাঁকে দেয় কৃতী সাংবাদিক (মরণোত্তর) সংবর্ধনা।
ছোটবেলা থেকে আবদুল্লাহ-আল-ছগীর তেজর্ষীয়ভাবে ভীষণ মেধাবী ছিলেন। প্রখর মেধাশক্তির কারণে শিক্ষায় আলোর স্ফুরণ ছড়িয়েছেন। ১৯৩৫ সালে রাউজান বিনাজুরী প্রথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণিতে মেধাবৃত্তি লাভ করেন। গহিরা এ জে ওয়াই এম.এস হাই স্কুল থেকে অষ্টম শ্রেণিতে মেধাবৃত্তি লাভ করেন। একই স্কুল থেকে কৃতিত্বের সাথে ১৯৪৬ ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে আই.এ পাশ করেন। ছাত্রজীবনের প্রতিটি ধাপে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
১৯৬০ সালে চট্টগ্রামে জলোচ্ছ্বাস পরবর্তী সময়ে জনমানুষের কল্যাণে ব্যাপক অবদান রাখেন। ১৯৮৬-১৯৮৭ সালে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালনকালে বর্তমানে জামালখান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বিশাল প্রেসক্লাব ভবনের জায়গার ব্যাপারে (তৎকালীন প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তাসহ) চন্দ্রঘোনা ব্যাপিস্ট মিশনের কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সৃষ্ট জটিলতা নিরসনে অগ্রণী ভুমিকা রাখেন। তৎকালে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নেতৃবৃন্দ ওয়েজবোর্ড বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচী পালন করেন।
১৯৯১ সালের ২৯ মার্চ সাংবাদিকদের অন্যতম এই অভিভাবক পৃথিবী থেকে বিদায় নেন। অসংখ্য আত্মীয় স্বজন-গুণগ্রাহীর সাথে রেখে যান পাঁচ ছেলে তিন কন্যা সন্তান। ওই সন্তানদের মতোই তাঁর আরো এক সন্তান দৈনিক নয়াবাংলা। প্রযুক্তির ছোঁয়ায় দেশ ছাপিয়ে দুনিয়াজুড়ে, মানুষের কল্যাণে। সৃষ্টির স্বর্গোদ্যানে শায়িত আবদুল্লাহ-আল-ছগীরকে দৈনিক নয়াবাংলা পরিবারের সকল সদস্য আমৃত্যু স্মরণ করবে গভীর শ্রদ্ধায় আর পরম ভালবাসায়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত