
বান্দরবান : জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও সোনাইছড়ির ৩টি অনুমোদনবিহীন ইটভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
অভিযানে ৩টি ইটভাটার ড্রাম চিমনি ভেঙ্গে দেওয়া হয়েছে এবং প্রস্তুতকৃত কাঁচা ইট গুঁড়িয়ে দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরো পড়ুন : হৃদয় ভাঙা শাবনূর আর কখনই দেশে ফিরবেন না
আরো পড়ুন : মিরসাইয়ে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় পুলিশ সদস্য প্রত্যাহার
ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন আইনের ধারা লংঘনের দায়ে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বলে জানায় ভ্রাম্যমান আদালত। অভিযানে ঘুমধুমের এ এস বি ব্রিকস, ইউ আর এম ব্রিকস ও সোনাইছড়ির মারিগ্যা পাড়া প্রাইমারী স্কুল সংলগ্ন এম এফ জি ব্রিকস ফিল্ডের তৈরি ইট সম্পুর্ণভাবে এস্কাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এসময় অভিযানে ভ্রাম্যমান আদালত এ এস বি ব্রিকস ফিল্ডের মালিক আবুল কালামকে আড়াই লাখ টাকা জরিমানা করে।
অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদুর রহমান চৌধুরী। এসময় বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিষ্ট এ কে এম সামিউল আলম খুরশি, সহকারি পরিদর্শক আবদুস সালাম, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে বান্দরবানের সকল অবৈধ ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হবে বলে জানান ভ্রাম্যমান আদালত।