
বান্দরবান : পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনায় স্থানীয় হেডম্যান কারবারীদের ভূমিকা অপরীসীম। ভূমি ব্যবস্থপনায় সরকারের পাশাপাশি হেডম্যান কারবারীদের এগিয়ে আসার আহবান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় তিনি আরো বলেন, সারা দেশের সাথে তাল মিলেয়ে আজ পার্বত্য চট্টগ্রাম ও কোন ভাবে পিছিয়ে নেই।
শুক্রবার (৬ মার্চ) সকালে বান্দরবানের থানচি হেডম্যান পাড়ায় হেডম্যান ও কারবারীদের সাথে মত বিনিময় কালে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
আরো পড়ুন : মিরসাইয়ে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় পুলিশ সদস্য প্রত্যাহার
আরো পড়ুন : বাংলাদেশে মোদির সফর বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে
পার্বত্য মন্ত্রী বলেন,পার্বত্য এলাকার উন্নয়নে হেডম্যান ও কারবারীরা নিজ নিজ অবস্থান থেকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে আর তাই এলাকার সার্বিক আইনশৃংখলা রক্ষার পাশাপাশি দেশের উন্নয়নের ধারা তরান্বিত হচ্ছে।
এসময় অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম মৃৃদুল,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত,৩৬২নং থানছি মৌজার হেডম্যান হ্লাফসু,১৭ তম বোমাং রাজার প্রতিনিধি হেডম্যান সাশৈপ্রু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে থানছি উপজেলার বলিপাড়া মুসলিম পাড়ায় মসজিদের উদ্বোধন ও ৫২ লক্ষ টাকা ব্যয়ে থানছি কলেজের হোষ্টেল ভবণের নির্মাণ কাজের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।